বড় ভাই প্রধানমন্ত্রী, ছোট ভাই প্রেসিডেন্ট
ই-বার্তা ডেস্ক।। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। বৃহস্পতিবার এই শপথ পড়িয়েছেন তার ছোট ভাই নতুন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।
শ্রীলঙ্কার ইতিহাসে এই প্রথম দুই ভাই একইসময়ে শীর্ষ দুটি রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হলেন। মাহিন্দার এই মেয়াদ থাকবে আগামী বছরের সাধারণ নির্বাচন পর্যন্ত।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে দলের পরাজয়কে কারণ দেখিয়ে পদত্যাগ করেন রনিল বিক্রমাসিংহে। এর কয়েক ঘন্টা পর ভাইকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান গোটাবায়া। কলম্বোতে মাহিন্দার শপথগ্রহণ অনুষ্ঠানে দুই ভাইয়ের স্ত্রী, তাদের ছেলে ও পুত্রবধূরা উপস্থিত ছিলেন।
২০০৫-২০১৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন রাজাপাকসে। ওই সময় মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন গোটাবায়া।