বয়স্কভাতা আনতে গিয়ে ১০০ বছরের এক বৃদ্ধের মৃত্যু
ই-বার্তা ডেস্ক।। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা এলাকায় বয়স্কভাতা আনতে গিয়ে হাকিম মিয়া নামে ১০০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
হাকিম মিয়া উপজেলার ৩নং দেউলবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাকুরিয়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
৯নং ওয়ার্ডের ইউপি সদস্য তপন হালদার জানান, ওই বৃদ্ধের বয়স ১০০ বছরের কাছাকাছি। তিনি দীর্ঘদিন প্যারালাইসিস রোগে ভুগছিলেন। তার কোনো ছেলেসন্তান না থাকায় ওই দিন সকালে জামাতার সঙ্গে নৌকায় করে বয়স্কভাতা আনতে বৈঠাকাটা কৃষি ব্যাংকে গেলে সেখানে বসে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ সকাল ১০টার দিকে বয়স্কভাতা আনতে উপজেলার বৈঠাকাটা কৃষি ব্যাংকে যান। সেখানে সকাল সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দেউলবাড়ি ইউপি চেয়ারম্যান মাস্টার মো. অলিউল্লাহ জানান, ওই বৃদ্ধ আগে থেকেই অসুস্থ ছিলেন।
উল্লেখ্য, এ ব্যাপারে ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক আ. বারেক মিয়া জানান, তিনি নৌকায় বসেই মারা গেছেন। ব্যাংকে টাকা নিতে আসতে পারেননি।
ই-বার্তা/ মাহারুশ হাসান