ভারত’কে উড়িয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া
ই-বার্তা ডেস্ক।। ঘরের মাঠেই বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে পরাস্ত হলো।
ওপেনার উসমান খাজার অসাধারণ ব্যাটিং কারিশমায় প্রথম দুই ম্যাচে হেরে সিরিজে কামব্যাক করে ট্রফি নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রথমে ব্যাট করে উসমান খাজার সেঞ্চুরিতে ভর করে ২৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটিংয়ে নেমে ২৩৭ রানে অলআউট ভারত। ৩৫ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
ই-বার্তা/ মাহারুশ হাসান