ভারতকে হারিয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড
ই-বার্তা ডেস্ক।। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে জয়ের স্বপ্ন অধরাই থাকল ভারতের। হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলা শেষ ওভারে গড়ালেও জিততে পারেনি রোহিত শর্মার দল।চার রানের ব্যবধানে জিতে ২-১ এ সিরিজ জিতল কিউইরা।
নিউজিল্যান্ডের ২১২ রানের জবাবে ২০৮-এ গিয়ে থামে সফরকারীদের ইনিংস। হ্যামিল্টনের সেডন পার্কে বিগ স্কোরিং ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডে উদ্বোধনী জুটিতে মাত্র ৭.৪ ওভারে করে ৮০ রান। ৪৩ রান করে ওপেনার টিম সেইফার্ট সাজঘরে ফিরে গেলেও কলিন মুনরো নিজের ইনিংসটাকে বড় করতে থাকেন। ৪০ বল খেলে পাঁচটি চার ও পাঁচটি ছক্কার সৌজন্যে তিনি করেন ৭২ রান।
এরপর বাকিরাও কম বেশি রান করলে স্বাগতিকদের স্কোর নির্ধারিত ২০ ওভার শেষে দাঁড়ায় চার উইকেটে ২১২ রান। বাঁ-হাতি চায়নাম্যান কুলদ্বীপ যাদব নেন দু’টি উইকেট।
জবাব দিতে নেমে দলীয় মাত্র ছয় রানের মাথায় সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। এরপরও রোহিত শর্মার ৩৮, বিজয় শঙ্করের ৪৩, ঋষভ পান্তের ২৮ রানের ইনিংসের সুবাদে ম্যাচেই ছিল ভারত। সপ্তম উইকেট জুটিতে ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দিনেশ কার্তিক ও ক্রুনাল পান্ডিয়া। এই জুটির ওপর ভর করেই স্বপ্ন দেখছিল ভারত। তবে দলকে জেতাতে পারেনি তাদের ব্যাট। কার্তিক ৩৩ ও ক্রুনাল ২৬ রান করেন। শেষ বলে দিনেশ কার্তিকের ছক্কা ব্যবধান কমানো ছাড়া আর কোনো উপকারে আসেনি ভারতের।
৭২ রান করে ম্যাচ সেরা হয়েছেন কলিন মুনরো। সিরিজ সেরার পুরস্কার জিতেছেন টিম সেইফার্ট।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু