ভারতীয় বিমানবাহিনীর দুই এয়ারক্রাফট বিধ্বস্ত
ই-বার্তা ডেস্ক।। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ‘এরো ইন্ডিয়া প্রদর্শনী’ শুরুর মাত্র একদিন আগে এর জন্য প্রস্তুতি চলাকালে ভারতের বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর ‘সারইয়া কিরন এরোবেটিক গ্রুপে’র দু’টি এয়ারক্রাফট বিধ্বস্ত হয়েছে।
তবে দু’টি জেটের পাইলটই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যমের খবরমতে, দেশটিতে ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী ‘এরো ইন্ডিয়া প্রদর্শনী’ শুরু হতে যাচ্ছে। আর এর প্রস্তুতি নিতে গিয়ে একদিন আগে দু’টি জেট বিধ্বস্ত হলো।
এই প্রদর্শনীতে কয়েক হাজার দর্শনার্থী হবে বলে আশা করা হচ্ছে। ১৯৯৬ সাল থেকে বেঙ্গালুরুতে এই প্রদর্শনী আয়োজন করা হয়। সর্বশেষ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে এটি আয়োজন হয়েছিল।
ই-বার্তা/ মাহারুশ হাসান