ভারতের বাজারে ২০০ কোটির আয় করল অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার
ই-বার্তা।। হলিউডের প্রথম সিনেমা হিসেবে ভারতের বাজারে ২০০ কোটি রুপিরও বেশি আয় করল সর্বাধিক সুপারহিরোর সমন্বয়ে নির্মিত সিনেমা অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এই মাইলফলক স্পর্শ করেছে মুভিটি।
মুক্তির ১৩তম দিনে এই ছবিটি ভারতের বাজারে আয় করেছে ৩ দশমিক ৮০ কোটি রুপি। সবমিলিয়ে সুপার মারভেল মুভিটির আয় দাঁড়িয়েছে ২০০ দশমিক ৩৯ কোটি রুপি।
ধারণা করা হচ্ছে ছবিটি ভারতের বাজারে ২৫০ কোটি রুপি আয় করবে। তবে বিশ্ব বাজারে ইতিমধ্যে চলচ্চিত্রের ইতিহাসে দ্রুততম ১ বিলিয়ন ডলার আয়ের বিশ্বরেকর্ড গড়েছে সর্বাধিক সুপারহিরোর সমন্বয়ে নির্মিত ছবিটি।
অ্যান্তোনি রুশো ও জো রুশো পরিচালিত সিনেমাটি গত ২৩ এপ্রিল লস অ্যাঞ্জেলেসে মুক্তি পায়। ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে ৩০০-৪০০ মিলিয়ন ডলার।