ভারতে ২৪ ঘণ্টায় ১৬ হাজার করোনা রোগী শনাক্ত
করোনা ভাইরাসের ভয়াল থাবায় কাঁপছে ভারতবর্ষ। ভারতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ১৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে।
সেই সঙ্গে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৬৫ জনের।
বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৫ হাজার ৯৬৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
একদিনে কোভিড-১৯ ভাইরাস কেড়ে নিয়েছে ভারতের ৪৬৫ জনের প্রাণ।
খবরে বলা হয়, প্রতিদিনই সংক্রমণের এক নতুন রেকর্ড গড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস।
এখনও পর্যন্ত ভারতে মোট ৪ লাখ ৫৬ হাজার ১৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
করোনা ভাইরাস ভারত জুড়ে প্রাণ কেড়ে নিয়েছে ১৪ হাজার ৪৭৬ জনের। তবে এখনও পর্যন্ত ভারতে প্রায় ২.৫৮ লক্ষ রোগী সুস্থ হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার দেশ জুড়ে মোট ২ লাখ ১৫ হাজার ১৯৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যা একদিনের হিসাবে এখনও পর্যন্ত সর্বাধিক।
করোনা ভাইরাস মহামারী রূপে দেখা দেওয়ার পর থেকে ভারতে মোট ৭৩ লাখ ৫২ হাজার ৯১১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।