ভারত সফরে অনিশ্চিত তামিম ইকবাল
ই-বার্তা ডেস্ক।। ব্যক্তিগত কারণে ভারত সফরের টি-টোয়েন্টি ও টেস্টে সিরিজের কিছু ম্যাচ মিস করতে পারেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। পাশাপাশি জাতীয় লিগে খেলার সময় চোট পেয়েছেন তিনি।
সব মিলিয়ে সিরিজের পুরো অংশে নাও খেলতে পারেন তামিম। ইতিমধ্যে তার বিকল্প ঠিক করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরোপুরি সফরে তাকে পাওয়া না গেলে পরিবর্তিত হিসেবে খেলতে পারেন ওপেনার ইমরুল কায়েস।
বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ভারত সিরিজে তামিমের খেলা নির্ভর করছে ডাক্তারি পরীক্ষার ওপর। ২-৩ দিনের মধ্যে জানা যাবে গোটা সিরিজে সে খেলতে পারছে কিনা? সে যদি সফরে যেতে না পারে, তা হলে পরিবর্তিত হিসেবে কাউকে ডাকা হবে। সে ক্ষেত্রে এগিয়ে আছে ইমরুল।
তামিম দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন। স্বভাবতই স্ত্রীকে সঙ্গ দিতে চান তিনি। এ মুহূর্তে তার স্ত্রীকে কয়েকটি ডাক্তারি পরীক্ষার সম্মুখীন হতে হবে।
ভারত সফরে টেস্ট সিরিজের আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ। আগামী ৩ নভেম্বর শুরু হবে এ সিরিজ।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু