ভারত সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবে কাশ্মীরিরা
ই-বার্তা ডেস্ক।। কাশ্মীরিদের মানবাধিকার নিয়ে ভারতকে চূড়ান্ত ভয়াবহতার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, নিপীড়িত কাশ্মীরিরা মোদী সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবে।
ভারতীয় সেনারা জম্মু ও কাশ্মীরে অব্যবস্থা চালিয়েছে উল্লেখ করে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে এই কথা বলেন ইমরান খান।। পাশাপাশি এও বলেন নরেন্দ্র মোদী সরকারের এই ব্যবহারে ভারতের মানুষ আরও চরমপন্থী মনোভাবাপন্ন হয়ে উঠতে পারে।
ইমরান খান বলেন,“কাশ্মীরের মানুষ এবার ভারতের বিরোধিতা করবে। যা পরিস্থিতি আসছে, তাতে বিজেপি ও আরএসএস’র বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে পারে কাশ্মীরের জনগণ।”
তিনি আরও বলেন, “নরেন্দ্র মোদী কাশ্মীরিদের ধৈর্যর পরীক্ষা নিচ্ছে। আমরা শান্তি চাই। পুলওয়ামায় ২০ বছরের একজন যুবক বিরক্ত হয়ে নিজেকে সশস্ত্র করে তুলেছে।”
এর আগে ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে অঞ্চলটিকে দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এর পর থেকেই কাশ্মীরে বন্দীদশা এবং উত্তেজনা বিরাজ করছে। এদিকে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের কাশ্মীরের নির্যাতিত মানুষের পাশে থাকার ঘোষণা।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু