ভুল থেকে শিক্ষা নিয়ে মাঠে নামতে চান তামিম
ই-বার্তা ডেস্ক।। নিউজিল্যান্ডের মাটিতে আরো একটি হোয়াইটওয়াশের মুখোমুখি বাংলাদেশ দল। তৃতীয় ওয়ানডেতে হারলে ব্যর্থতার ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটবে টাইগারদের। অন্তত শেষ ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে কাল ভোরে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল।
নেপিয়ার ও ক্রাস্টচার্চে প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে দল। ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ভুগতে হয়েছে টাইগারদের। আর শেষ ওয়ানডেতে আগের ভুল থেকে শিক্ষা নিয়ে মাঠের লড়াইয়ের নামতে চান ওপেনার তামিম ইকবাল।
তামিম বলেন, ‘দুই ম্যাচেই আমরা প্রথম ১০ ওভারে ওদের (নিউজিল্যান্ড) বেশি উইকেট দিয়েছি। সেটা আর করা যাবে না। এমন নয় যে, আমরা নিউজিল্যান্ডকে হারাইনি। এই টিমকেই কিন্তু ইংল্যান্ডে বলেন আর আয়ারল্যান্ডে বলেন, হারিয়েছে। আমাদের প্রথম লক্ষ্যই এখন ভালো ক্রিকেট খেলা। যেটা গত দুই ম্যাচে হয়নি।’
দুই ম্যাচেই রানের দেখা পাননি ওপেনাররা। তামিমও হতাশ করেছেন দলকে। যদিও নিউজিল্যান্ড যাওয়ার আগে বিপিএলে ভালো ফর্মে ছিলেন তিনি। সামনে বিশ্বকাপের আগে সব কিছুর সাথে মানিয়ে নিতে চান দেশ সেরা এই ওপেনার। তামিম বলেন, ‘এই ম্যাচে ওই ভুলগুলো করব না। কারণ, বিশ্বকাপের আর বেশি দিন নেই। তাছাড়া এখানে চার-পাঁচটা সফর করে ফেলেছি, ফলে এই কন্ডিশনে ভুলগুলো করতে চাই না।’
ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিরেও রান করেছেন মিথুন। কিন্তু ইঞ্জুরির কারনে পরের ম্যাচ খেলা অনিশ্চিত তার। মিথুনের প্রশংসা করে তামিম বলেন, ‘সবারই দায়িত্ব নিতে হবে। দায়িত্ব এরকম থাকবে যে, ক্রিজে বেশি সময় থাকতে হবে এবং রান করতে হবে। আমাদের দেখতে হবে প্রথম ১০ ওভারেই যেন খেলাটা ওদের হাতে দিয়ে না দিই। কারণ, প্রথম ১০ ওভারে দুই থেকে তিনটা উইকেট হারালে খেলায় ফিরে আসা খুবই কঠিন।’
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিতলেই হতে পারে নিউজিল্যান্ডে হারের ইতিহাসে পরিবর্তন। তাই খেলতে হবে নিজেদের সেরাটাই। কন্ডিশনের চ্যালেঞ্জ থাকলেও সেটি মানিয়ে নিয়ে লড়াই করতে হবে দলকে।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু