ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৩ মানব পাচারকারী আটক
ই-বার্তা ডেস্ক।। সম্প্রতি অবৈধভাবে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৩৭ বাংলাদেশি নিহতের ঘটনায় জড়িত পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ শুক্রবার কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ভূমধ্যসাগরে তিউনিশিয়া উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকাডুবিতে অন্তত ৬৫ জন নিহত হয়। নিহতদের বেশিরভাগই বাংলাদেশি। এদের মধ্যে ২৭ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তবে এখনও আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু