ভূমধ্যসাগরে নৌকাডুবে তিন বাংলাদেশির মৃত্যু
ই-বার্তা ডেস্ক।। সাগরপথে মরক্কো থেকে স্পেনে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবে তিন বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। গত সোমবার (২৫ নভেম্বর) রাতে নৌকাডুবিতে ভূমধ্যসাগরে তাদের সলিল সমাধি হয়।
এ ঘটনায় গুরুতর আহত আরো ৫৯ জন উদ্ধার করেছে ম্যালিনা পুলিশ। নিখোঁজ রয়েছেন আরো ১৬ জন।
নিহত তিন জনের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা জাকির হোসেন ও জালাল উদ্দিন।
এ ঘটনায় উদ্ধার হওয়া আহত এক যুবকের দেয়া তথ্যে জানা যায়, মরক্কোর নাদুর থেকে নৌকায় করে প্রায় ৭৮ জন তরুণ স্পেনের ম্যালিনার উদ্দেশ্যে যাত্রা করে। ভূমধ্যসাগরে ইউরোপগামী তরুণবাহী নৌকাটি এক সময় সাগরে ডুবে গেলে অনেকেই নিখোঁজ হন। এদের মধ্যে বড়লেখার ২ তরুণসহ ৩ বাংলাদেশি তরুণের মৃত্যু ঘটে। এদের একজন জাকির হোসেন। তিনি বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের সুড়িকান্দি গ্রামের আপ্তাব আলীর ছেলে।