ভয়াবহ হামলায় কাঁদছে সিরিয়া
ই-বার্তা ডেস্ক।। ধ্বংসস্তুপের অভিশাপ থেকে যেন বেরই হতে পারছে না সিরিয়া। এবার যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আত্মঘাতী হামলায় ৪ মার্কিনিসহ ১৯ জন নিহত হয়েছে। গতকাল বুধবার দেশটির মানবিজ শহরে এ হামলা চালানো হয়। এদিকে, এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
এমন সময়ে এই হামলা চালানো হলো যখন সিরিয়া থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সপ্তাহ খানেক আগে ট্রাম্প জানিয়েছিলেন সিরিয়ায় জঙ্গী গোষ্ঠী পরাজিত হয়েছে।
জানা গেছে, আত্মঘাতী হামলাকারীর গায়ে বোমা বাঁধা ছিল। সে বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে সিরিয়ায় মার্কিন বাহিনী মোতায়েনের পর এটিই তাদের ওপর সবচেয়ে বড় ধরনের হামলা।
ই-বার্তা/ মাহারুশ হাসান