মধ্যপ্রাচ্যে অবস্থান করা মার্কিন সেনা সদস্যদের কফিনে ভরে যুক্তরাষ্ট্রে নিতে হবে: হিজবুল্লাহ
ই-বার্তা ডেস্ক।। ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার প্রতিশোধ নেয়ার দীপ্ত শপথ নিয়েছে লেবাননের হিজবুল্লাহ।
রোববার লেবাননে স্থানীয় সময় সন্ধ্যায় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ হুঙ্কার দেন। মধ্যপ্রাচ্যে অবস্থান করা মার্কিন সেনা সদস্যদের কফিনে ভরে যুক্তরাষ্ট্রে নিতে হবে বলে হুমকি দিয়েছেন সংগঠনটির প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
নাসরুল্লাহ বলেন, জেনারেল কাসেম সোলাইমানির হত্যার বদলা নেয়ার দায় কেবল ইরানের নয়, তাদের মিত্রদের ওপরেও বর্তায়। আমাদের দেশগুলোতে মোতায়েন মার্কিন সামরিক ঘাঁটি, নৌ-জাহাজ এবং প্রত্যেক মার্কিন কর্মকর্তা ও সেনার কাছ থেকে সোলাইমানি হত্যার হিসাব পাই পাই করে বুঝে নেয়া হবে। এ হত্যার ন্যায্য বদলা নেয়া হবে।
যখন কফিনে করে মার্কিন সেনা ও কর্মকর্তাদের লাশ আমেরিকায় পৌঁছাবে, তখন ট্রাম্প ও তার প্রশাসন অনুধাবন করতে পারবে যে, সত্যিই মধ্যপ্রাচ্য বেহাত হয়ে গেছে, আর (২০২০ সালের) নির্বাচনেও তাদের ভরাডুবি হবে যোগ করেন নাসরুল্লাহ।
শুক্রবার ভোরে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি বাগদাদে মার্কিন বাহিনীর গুপ্তহত্যার শিকার হন। আজ তার জানাজা অনুষ্ঠিত হয়। ইরানে জানাজা নামাজে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।