মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন সিধু
ই- বার্তা ডেস্ক।। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পাঞ্জাবের প্রভাবশালী কংগ্রেস নেতা নভজ্যোত সিংহ সিধু।
গত মাসে তিনি সদ্যবিদায়ী কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর কাছে পদত্যাগ পত্র জমা দেন। রোববার টুইট করে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন সিধু। ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া এই নেতা পদত্যাগের ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘আমি পাঞ্জাবের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছি।’ গত ১০ জুন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে তিনি তার পদত্যাগের কথা জানান।
এর সিধু আগেই বলেছিলেন যে, রাহুল গান্ধী যদি উত্তর প্রদেশের আমেথিতে হেরে যায় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর কথা রাখতেই বুঝি এমন সিদ্ধান্ত নিলেন সিধু।
এই বিষয়ে ভারতীয় টেলিভিশন এনডিটিভির অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, নভজ্যোত সিংহ সিধু তার পদত্যাগপত্র পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের কাছে পাঠাবেন। এ ছাড়া সিধু নিজেও অন্য একটি টুইটে জানিয়েছেন, ‘আমি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পাঠাচ্ছি।’
গত ৬ জুন পঞ্জাবের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করা হয়। সেই তালিকায় ছিলেন নভজ্যোত সিং সিধুও। পাঞ্জাবের পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বদলে তাকে দেওয়া হয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব। কিন্তু তিনি নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার আগেই পদত্যাগ করলেন।