‘মমতার কথা আর কেউ বিশ্বাস করে না’
ই-বার্তা ডেস্ক।। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গেও ভালো করেছে জিজেপি। গতবারের ২ সাংসদ সংখ্যা বেড়ে হয়েছে ১৮। রাজনৈতিক মহলে জোর চর্চা, দিল্লিতে যদি অমিত শাহ হন, বাংলার চাণক্য তবে মুকুল রায়। সেই মুকুল রায় তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূলকে।
মুকুল বলেন, ‘মমতার কথা আর কেউ বিশ্বাস করেন না’। তৃণমূল দলটাই উঠে যাবে বলেও মন্তব্য বিজেপি নেতার। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের ইচ্ছেপ্রকাশ নিয়েও খোঁচা দিয়েছেন মুকুল।
ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছে। প্রায় প্রতি দিনই বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়াচ্ছে নানা প্রান্তে। তার মধ্যেই উঁকি দিচ্ছে নানা রাজনৈতিক জল্পনা। তৃণমূল ছেড়ে আরও অনেকে বিজেপিতে যোগ দিতে পারেন বলেও হাওয়ায় ভাসছে গুঞ্জন। এই প্রেক্ষিতে সাংবাদিক বৈঠকে মুকুল এ দিন বলেন, ‘‘এক সময় বাম বিরোধিতা করেই তৃণমূলের উত্থান হয়েছিল। বামেরা এখন নেই। তৃণমূলও বিলুপ্ত হয়ে যাবে।’’
বাংলার ভোটে বিজেপির যেমন বিপুল উত্থান হয়েছে, তেমনই কার্যত ভরাডুবি হয়েছে তৃণমূলের। ভোটের পর্যালোচনা বৈঠকে এই খারাপ ফলের দায় নিয়ে ইস্তফা দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী নিজেই সাংবাদিক সম্মেলন করে সে কথা জানিয়েছিলেন শনিবার। রবিবার তার জবাবে মুকুলের কটাক্ষ, ‘‘ দলের কার কাছে পদত্যাগের ইচ্ছেপ্রকাশ করেছেন মমতা? উনি কোনও দিনও পদত্যাগ করবেন না।’’
ই-বার্তা/সালাউদ্দিন সাজু