মসজিদে গ্রেনেড হামলায় ফিলিপাইনে ২ জন নিহত
ই-বার্তা ডেস্ক।। আজ বুধবার দিনের প্রথমভাগে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের জামবোয়াঙ্গা শহরে একটি মসজিদে গ্রেনেড হামলায় অন্তত দুজনের প্রাণহানি ও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।
সংবাদমাধ্যমের তথ্যের ভিত্ততে জানা যায়, গত সোমবার জামবোয়াঙ্গার নিকটবর্তী জোলো দ্বীপে একটি গির্জায় বোমা হামলার মাত্র একদিন পরই মসজিদে এ হামলার ঘটনা ঘটল। গির্জায় হামলার ঘটনায় ২১ জন নিহত ও শতাধিক মানুষ আহত হন।
জামবোয়াঙ্গায় মসজিদে হামলার প্রসঙ্গে স্থানীয় সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল গেরি বেসানা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘মসজিদের ভেতর একটি গ্রেনেড ছুড়ে মারা হয়। এতে দুই ব্যক্তি নিহত ও চারজন আহত হন।’ হামলার সময় আক্রান্ত ব্যক্তিরা মসজিদের ভেতর ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন এ হামলাকে কাপুরুষোচিত বলে নিন্দা জানিয়েছে।
উল্ল্বখ্য, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) পূর্বে হওয়া গির্জায় হামলার দায় স্বীকার করলেও আজ মসজিদে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
ই-বার্তা/ মাহারুশ হাসান