মস্কোর নির্বাচনে আসন হারিয়েছে পুতিনের দল
ই-বার্তা ডেস্ক।। মস্কোর পার্লামেন্ট নির্বাচনে এক তৃতীয়াংশ আসন হারিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি। আসন হারালেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে দলটি।
দেশটির নির্বাচনে প্রায় সবগুলো আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ৪৫টির মধ্যে ২৬ আসন পাচ্ছে পুতিনের দল। দলটির মস্কোর প্রধানও নির্বাচনে হেরেছেন।
বেশিরভাগ বিরোধী দলীয় প্রার্থী নির্বাচনে নিষিদ্ধ ছিলেন। এ নিয়ে অনেকদিন ধরে প্রতিবাদ-বিক্ষোভ চলছিল। পুলিশ কয়েকশ’ বিরোধী নেতাকে গ্রেফতার করেছে। ধারণা করা হচ্ছে, কমিউনিস্ট পার্টি ১৩ আসন এবং উদার ও বামপন্থি দল তিনটি করে আসন পাচ্ছে।
রবিবার মস্কো ছাড়াও স্থানীয় অনেকগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য স্থানীয় নির্বাচনে পুতিনের দল জয় পেয়েছে। নির্বাচনে ভোটের হার ২২ ভাগ।
এর আগে সুষ্ঠ নির্বাচনের দাবিতে মস্কোতে হাজারো মানুষ বিক্ষোভ করে। সেই বিক্ষোভে নেতৃত্ব দেন বিরোধো দলের নেতারা।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু