মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলামঃ শামীম ওসমান
ই-বার্তা ডেস্ক।। একটি বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, ভূমিদস্যু, চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের দুই নং রেল গেট সংলগ্ন মিড টাউন শপিং কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধু সড়কে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস উদযাপন পরিষদের উদ্যোগে সমাবেশে পরিষদের আহবায়ক থাকায় শামীম ওসমান নিজেই সভার সভাপতিত্ব করেন। মঞ্চে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শামীম বলেন, শহরে সমাবেশের কারণে অনেকের কষ্ট হয়েছে। কিন্তু তাদের কষ্ট হয় না যারা আওয়ামী লীগ করে, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের সন্তান। কারণ এ রাজপথেই আওয়ামী লীগের জন্ম। সে কারণেই রাজপথেই আওয়ামী লীগের সমাবেশ হবে। তার পরেও আমি সবার কাছে ক্ষমা চাই সমাবেশের কারণে কষ্টের জন্য।
তিনি বলেন, সাধারণ মানুষ চাঁদাবাজ, সন্ত্রাস, ইভটিজিং থেকে বাঁচতে চায়। মানুষ এখন সুশাসন চায়। নারায়ণগঞ্জের মানুষ এখন শান্তি চায়। সে কারণেই এসবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তিনি আরও বলেন, এগুলো বন্ধ করা শুধু প্রশাসনের একার দায়িত্ব না। আওয়ামীলীগের প্রত্যেকেরও দায়িত্ব এগুলো বাস্তবায়ন করা। আমি সামনে আওয়ামী লীগ, আইনজীবী সমিতি, প্রেস ক্লাব, সাংবাদিক নেতা, ব্যবসায়ী নেতা সহ সকলকে নিয়ে বসবো। যেকোনো মূল্যে এসব অপরাধ নারায়ণগঞ্জ থকে দূর করবো।
শামীম ওসমান বলেন, আমি মন্ত্রী কিংবা এমপির হওয়ার জন্য রাজনীতি করি না। দুইবার মন্ত্রীত্ব দিতে চেয়েছিল আমি নেই নাই। প্রধানমন্ত্রীর মতো এত বড় মানুষের মন্ত্রীসভায় ঠাঁই হওয়ার যোগ্যতা আমার নাই।
সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই শ্রমিক লীগের কেন্দ্রীয় ও জেলা কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট খোকন সাহা, জেলার সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদলসহ আরো অনেক স্থানীয় নেতা।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু