মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ আটক ৩০৯
ই-বার্তা ডেস্ক।। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এ অভিযানে বাংলাদেশিসহ মোট ৩০৯ জনকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির রাজধানী কুয়ালালামপুরের পুডু বাস টার্মিনাল ও কোতারায় মাইডিন মার্কেটের আশপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে ২৯০ জন পুরুষ ও ১৯ নারী। অভিবাসন বিভাগের ১৭৫ জনের একটি টিম ও পুলিশের যৌথ অভিযানে গোটা এলাকা ফাঁকা হয়ে যায়। সে সময় অনেক বৈধ অভিবাসীও দ্রুত স্থান ত্যাগ করেন।
কুয়ালালামপুরের পুলিশপ্রধান দাতুক সেরি মাজলান লাজিম সাংবাদিকদের জানান, আটক ব্যক্তিদের যাচাই-বাছাইয়ের জন্য জিজ্ঞাং, দ্যাং ওয়ানগি থানা (বালাই) ও চেরাচ ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়েছে। সবার ভ্রমণ দলিল, পাসপোর্ট, ওয়ার্ক পারমিট কিংবা কারো বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কি-না সে বিষয়ে খতিয়ে দেখা হবে। কুয়ালালামপুর শহরকে অপরাধমুক্ত করতেই এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু