মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত
ই-বার্তা ডেস্ক।। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ছয় বাংলাদেশিসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন। স্থানীয় বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাৎক্ষণিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা যায়নি। ভয়াবাহ এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদ মাধ্যম দ্য স্টার অনলাইনের খবরে বলা হয়, গত রোববার একেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমএএস কার্গো, জালান এস ৮ পেকেলিলিংয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে। বাসটি নীলাই ও নেগরি সেম্বিলান এলাকা থেকে বিদেশি শ্রমিকদের নিয়ে তাদের কর্মস্থলের দিকে যাচ্ছিল।
বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে স্থানীয় বাসচালকসহ ঘটনাস্থলেই আটজন নিহত হন। পরে সার্ডাঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো দুজন। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৩ জন শ্রমিক ছিল।
রোববার ওই দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে স্থানীয় দমকল ও উদ্ধারকারী দলের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু