মিন্নির জামিন আবেদনের শুনানি আজ
ই-বার্তা ডেস্ক।। রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী কারাবন্দি আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদনের শুনানি আজ মঙ্গলবার বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হবে।
শুনানিতে মিন্নির জামিন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার আইনজীবী মাহাবুবুল বারী আসলাম। তিনি গত ২৩ জুলাই জেলা ও দায়রা জজ মো. আসাদুজ্জামানের আদালতে মিন্নির পক্ষে জামিনের আবেদন করেছিলেন। সেদিন জামিনের শুনানির পর আবেদনটি মিস কেস হিসেবে নথিভুক্ত করে নিম্ন আদালতের নথি তলব করেছিলেন বিচারক। এছাড়া ৩০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছিল আদালত।
মিন্নির আইনজীবী মাহাবুবুল বারী আসলাম বলেন, ‘রিফাত শরীফ হত্যা মামলায় ১৫ জন স্বীকারোক্তি দিলেও মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নি তার জবানবন্দি প্রত্যাহার করতে চাচ্ছেন। মিন্নিকে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে।’
আইনজীবী আসলাম আরও বলেন, ‘মিন্নির জামিন আবেদন ম্যাজিস্ট্রেট আদালতে নামঞ্জুর আদেশের বিরুদ্ধে জামিনের যৌক্তিকতা তুলে ধরে আমরা বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করব। আশা করি, আমাদের যৌক্তিকতার ভিত্তিতে আদালত মিন্নির জামির মঞ্জুর করবেন।’
অন্যদিকে রিফাত হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি হিসেবে গ্রেপ্তার হওয়া মিন্নির জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে পিপি ভূবন চন্দ্র হাওলাদারকে সহযোগিতা করবেন আইনজীবী মুজিবুল হক কিসলু ও কামরুল আহসান মহারাজ।
ভূবন চন্দ্র হাওলাদার বলেন, ‘এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের বক্তব্য হচ্ছে, আয়েশা সিদ্দিকা মিন্নির বিরুদ্ধে প্রাথমিকভাবে যে সমস্ত সাক্ষ্য, তথ্য ও প্রমাণাদি তুলে ধরা হয়েছে তাতে হত্যা মামলার আসামি হিসেবে তার জামিন হওয়ার কোনোই সম্ভাবনা নেই।’
ই-বার্তা/সালাউদ্দিন সাজু