মিন্নির জামিন আবেদন আগামীকাল
ই- বার্তা ডেস্ক।। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি এখন বরগুনা জেলা কারাগারে রয়েছেন।
তাঁকে গ্রেপ্তারের পরে বাবা মোজাম্মেল হোসেন কিশোর অভিযোগ করেন, মেয়েকে আইনি সহায়তা দেওয়ার জন্য কোনো আইনজীবী পাচ্ছেন না। গতকাল শুক্রবার মিন্নিকে রিমান্ড শেষে আদালতে নিয়ে গেলেও কোনো আইনজীবী পাওয়া যায়নি। অবশেষে আইনি সহায়তা পেতে যাচ্ছেন মিন্নি।
আজ বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, আজ সকালে মিন্নির কাছে কারাগারে ওকালতনামা (মামলা পরিচালনার ক্ষমতাপত্র) পাঠিয়েছিলাম। দুপুরে মিন্নি সেই ওকালতনামায় স্বাক্ষর করেছেন। আমরা সেই স্বাক্ষর করা ওকালতনামা পেয়েছি। এখন আমি চেম্বারে মিন্নির পক্ষে জামিনের আবেদন তৈরি করছি। আগামীকাল সকাল সাড়ে ১০ টায় বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে মিন্নির পক্ষে জামিনের আবেদন করা হবে। এরপর আদালত শুনানির অনুমতি দিলে কালই জামিন শুনানি করব।
এসময় মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বরগুনায় আমার মামলা দেখছেন। এ ছাড়া ঢাকা থেকে অনেক উকিল আসবেন। এর মধ্যে ওসি মোয়াজ্জেম হোসেনের আইনজীবী ফারুক আহম্মেদের সাথে কথা হয়েছে। তিনিও শুনানি করতে আসবেন।
এত দিন বরগুনার আইনজীবীরা মামলা করতে কেন রাজি হয়নি এমন প্রশ্ন করলে মিন্নির বাবা বলেন, এখন হয়তো বিবেকের তাড়নায় মামলা করতে চাচ্ছেন। তবে আমি এগুলো মনে রাখতে চাই না। আমার মেয়ে ন্যায়বিচার পাক, এটাই দাবি আমার।
মোজাম্মেল হোসেন বলেন, অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলামের কাছে আজ ওকালতনামা ও কিছু কাগজ দিয়ে এসেছি। আগামীকাল সকালে মিন্নির পক্ষে জামিনের আবেদন করা হবে বলে তিনি জানিয়েছেন।
এদিকে রিমান্ড শেষে মিন্নিকে গতকাল শুক্রবার আদালতে হাজির করে পুলিশ। মিন্নি বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক রিফাত শরীফ হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপরে মিন্নিকে কারাগারে পাঠান একই বিচারক।