মুন্নাভাই-থ্রি’র মিশন
ই-বার্তা ডেস্ক ।। বলিউড দুনিয়ায় একের পর এক চমক দিয়ে যাচ্ছেন পরিচালক রাজকুমার হিরানী।সঞ্জয় দত্তের বায়োপিক ‘সাঞ্জু’ নিয়ে এতদিন ব্যস্ত ছিলেন তিনি। ‘সাঞ্জু’ ছবির পর এবার সঞ্জয় দত্তকে নিয়ে ‘মুন্না ভাই-থ্রি’ সিনেমার কাজ শুরু করবেন বলে জানিয়েছেন এ নির্মাতা।
অনেকদিন আগেই মুন্না ভাই সিরিজের তৃতীয় কিস্তি নির্মাণের পরিকল্পনা করেন হিরানী। এমনকি চিত্রনাট্য লেখার কাজও শুরু করেছিলেন।কিন্তু এর মাঝে সঞ্জয়ের জীবনের গল্প শুনে তাকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা শুরু করেন। এরপর অভিজিৎ জোশিকে নিয়ে সাঞ্জু সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শুরু করেন এই নির্মাতা।
২০০৩ সালে মুক্তি পায় ‘মুন্নাভাই এমবিবিএস’। এরপর ২০০৬ সালে এই সিরিজের দ্বিতীয় সিনেমা ‘লাগে রাহো মুন্নাভাই’ মুক্তি পায়।২০০৭ গুঞ্জন ওঠে সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ার্সিকে নিয়ে ‘মুন্না ভাই চালে আমেরিকা’ সিনেমা নির্মাণ করবেন হিরানী।
কিন্তু পরবর্তী সময়ে তা আলোর মুখ দেখেনি। প্রায় এক যুগ পর আবারও দর্শকপ্রিয় এ সিরিজের সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন হিরানী।
ই-বার্তা/ডেস্ক