‘মুসলিমরা ভারতে ভাড়াটিয়া নয় বরং সমান অংশীদার’
ই- বার্তা ডেস্ক।। অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি মন্তব্য করেছেন যে , ‘যদি কেউ ভেবে থাকে যে ভারতের প্রধানমন্ত্রী তিনশ’ আসন পেয়ে যা খুশি তাই করবে, সেটা কিন্তু হবে না।’
আজ শনিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন।
আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘ভারতে আমরা ভাড়াটিয়া নই বরং সমান অংশীদার। আমরা এদেশের সমান নাগরিক। সংবিধানে দেয়া আমাদের অধিকারকে কেউ কেড়ে নিতে পারবে না।’
তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে সংবিধানের শক্তির ওপর আসাদউদ্দিন ওয়াইসি আপনার বিরুদ্ধে লড়াই করবে। মজলুম মানুষের ইনসাফের জন্য লড়াই করবে। জুলুম নির্মূল করার জন্য লড়বে। অধিকার অর্জনের জন্য লড়বে।’ এর আগে শুক্রবার হায়দরাবাদের মক্কা মসজিদে দেয়া ভাষণে ওয়াইসি বলেন, ‘যদি প্রধানমন্ত্রী মোদি মন্দিরে যেতে পারেন তাহলে আমরাও মসজিদে যেতে পারি। যদি প্রধানমন্ত্রী মোদি গুহায় যেয়ে ধ্যান করতে পারেন তাহলে আমরা মুসলিমরাও গর্বের সঙ্গে মসজিদে বসে নামাজ আদায় করতে পারি।’
ওয়াইসি আরও বলেন, ‘দেশের মুসলিমদের ভারতে বিজেপি ক্ষমতায় আসার জন্য ভয় পাওয়া উচিত নয়। কারণ সংবিধানে প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা দেয়া হয়েছে। ভারতীয় আইন, সংবিধান আমাদেরকে ধর্ম পালনের অধিকার দিয়েছে।’
তিনি বলেন, ‘সম্মানিত বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই। মনে রাখো আমরা মুসলিম। মুসলিম ও ভয় একসঙ্গে থাকতে পারে না। হয় ভয় থাকবে না হয় মুসলিম থাকবে। আমরা এখানেই থাকব ইনশাআল্লাহ্। ভয় পাওয়ার প্রয়োজন নেই।’
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম