মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনেও নরেন্দ্র মোদির জয়জয়কার
ই- বার্তা ডেস্ক।। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কট্টর হিন্দুত্ববাদী দল হিসেবে পরিচিত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনগুলোতেও ব্যাপক ভোটে জয়ী হয়েছে।
গত নির্বাচনের চেয়ে সেসব মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনে বিজেপির পক্ষে এবার ভোটও পড়েছে বেশি। যেসব লোকসভা আসনে মুসলিম জনসংখ্যা ৪০ শতাংশের বেশি সেসব আসনকে মুসলিম অধ্যূষিত আসন বলে বিবেচনা করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেসব আসনে এবার হিন্দুরা অনেক বেশি একজোট হয়ে বিজেপির ভোটের ঝুলি ভরিয়ে দিয়েছেন। ফলে আসনগুলোতে বিজেপিকে হতাশ হতে হয়নি।
২০১৪ সালের মতো এবারও বিজয়ী বিজেপি প্রার্থীদের কেউই মুসলিম নন। শুধু তাই নয়, যেসব লোকসভা আসনে মুসলিম জনসংখ্যা ৩০ থেকে ৪০ শতাংশ বা ২০ থেকে ৩০ শতাংশের মধ্যে, সেই ৬৭টি লোকসভা আসনের মধ্যে ৩৯টিতে জয়ী হয়েছে বিজেপি।
মুসলিম প্রধান কেন্দ্রগুলোতে মুসলিমরা জোট বেঁধে অন্য সম্প্রদায়ের প্রার্থী বা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন ব্যাপারটা এমন নয়। ২০১৪ সালেও এরকম হয়নি। বরং মুসলিম প্রধান সেসব লোকসভা আসনে হিন্দু ভোটাররা আগের চেয়েও অনেক বেশি একজোট হয়ে বিজেপি প্রার্থীদের ভোট দিয়েছেন। গত লোকসভা নির্বাচনেও একই ঘটনা ঘটেছিল।
এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুসলিম ভোটারদের ভোট বিজেপি প্রার্থীদের পক্ষে পড়ে না বলে যে ধারণা সবার রয়েছে তা ঠিক নয়। বরং বেশ কিছু জরিপ বলছে, মুসলিম অধ্যুষিত আসনগুলোতে মুসলিমরা কখনো জোট বেঁধে নির্দ্বিধায় কোনো দল বা প্রার্থীর বিরুদ্ধে ভোট দেন না। তারা ভোট দেন নিজেদের পছন্দ মতো পরিস্থিতি আর প্রার্থীর গুণাগুণ বিচার করে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম