মুস্তাফিজকে দোষ দিতে চান না জহির খান

ই-বার্তা ডেস্ক ।।  আইপিলের একাদশ আসরের প্রথম ম্যাচ। ঘরের মাঠ ওয়াংখেড়েতে মুম্বাইয়ের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। শেষ দুই ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ২৭ রান। বল করবেন বর্তমান সময়ের সেরা দুই ডেথ বোলার বুমরাহ এবং মুস্তাফিজ। ১৯ তম ওভারে বুমরাহ বোলিংয়ে এসে দিলেন ২০ রান!

শেষ ওভারে চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন সাত রান। মুম্বাইয়ের জিততে হলে দরকার এক উইকেট। ব্যাটিংয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া কেদার যাদব যিনি দৌড়াতেও পারছিলেন না। এসময় বোলিংয়ে আসেন মুস্তাফিজ। শেষ ওভারের প্রথম ভিন বলে কোন রান না দেওয়ায় ম্যাচের পাল্লা মুম্বাই এর দিকেই হেলে পড়েছিল। কিন্তু এক পায়ের ব্যাটসম্যান যাদব ওভারের চতুর্থ বলে `চিকি` স্কুপ শটে থার্ড ম্যানের মাথার উপর দিযে ছক্কা হাঁকালেন। পুরো ওয়াংখেড়েতে তখন পিনপতন নীরবতা। মুম্বাইয়ের জয়ের সম্ভাবনা তখন ক্ষীণ। দুই বলে এক রান দরকার। কিন্তু ওভারের পঞ্চম বলটিও চার মেরে এক বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় চেন্নাই।

 

শেষ ওভারে মুস্তাফিজের বোলিং বিশ্লেষণ করতে গিযে ভারতের সাবেক বাঁহাতি পেসার জাহির খান বলেছেন, ‘কেদার যাদব সম্পূর্ণ ফিট ছিল না। মুম্বাইয়ের উচিত ছিল থার্ড ম্যান ও ফাইন লেগ ফিল্ডার বাউন্ডারিতে রাখা। কারন সে সোজা খেলতে পারবে না। বাউন্ডারি নিতে হলে তাকে মুস্তাফিজের বলের গতি ব্যবহার করতে হবে। ওভারের প্রথম বল থেকেই কেদার এমন কিছু করতে চাইছিল। মুস্তাফিজ যদি ফাইন লেগ বাইরে রাখত, তাহলে ফলাফল ভিন্ন হতে পারতো। এই ম্যাচ নিয়ে মুস্তাফিজ হয়তো দ্বিতীয়বার চিন্তা করলে এমন কিছুই ভাবতো।‘

 

জয়ের খুব কাছে গিয়েও ম্যাচ হারের দোষ মুস্তাফিজের উপর চাপাতে চান না জাহির। তার ভাষায়, ‘বোলাররা ভিন্নভাবে বোলিং করতে পারতো। আমি মনে করি মুম্বাই ক্যাম্পে বিশ্ব সেরা দু`জন ডেথ ওভারের বোলার ছিল। দুই ওভারে ২৮ রান দরকার, এক প্রান্ত থেকে বুমরাহ আরেক প্রান্তে মুস্তাফিজ। আমি মনে করি ম্যাচটা মুম্বাইযের ছিল। কে ব্যাট করছে সেটা কথা না, বিশ্বের সেরা দুই ডেথ ওভারের বোলারের হাতে বল ছিল।‘

 

 

ই-বার্তা/ডেস্ক