মেয়েদের বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত দ্রুতই
অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা বাতিল হয়ে গেছে। এদিকে ২০২১ সালের শুরুতে নিউজিল্যান্ডে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এনিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এখনো।
ত নিউজিল্যান্ড বোর্ডের চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে সিদ্ধান্ত জানা যাবে।
সূচি অনুযায়ী আগামী বছরের ৬ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এ অবস্থায় নিউজিল্যান্ড ক্রিকেট কর্তা বার্কলে জানান, যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত হয় তত ভালো। কারণ সে অনুযায়ী কাজ করতে পারবেন। টুর্নামেন্ট যদি হয় কীভাবে বিশ্বমানের ক্রিকেট এই পরিস্থিতিতে খেলা সম্ভব, সেটা দেখতে হবে বলে জানান তিনি।
নিউজিল্যান্ডে করোনা পরিস্থিতি ভালো হলেও কীভাবে যাতায়াত বিধিনিষেধ অতিক্রম করে দলগুলো আসবে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন বার্কলে। সব দলকে যদি বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়, তাহলে খরচাও অনেক বেড়ে যাবে। তবে সে সব বাধা অতিক্রম করা সম্ভব বলেই মনে করেন নিউজিল্যান্ড ক্রিকেট প্রধান।