মোট ১৩ দেশে দাগ কাটবে তাদের মোটরসাইকেলের চাকা!
ই-বার্তা ডেস্ক ।। চলেছে মোটরসাইকেল। পেছনে বসে আছেন স্ত্রী। এভাবেই নাকি মোট ১৩ দেশে দাগ কাটবে তাদের মোটরসাইকেলের চাকা!
তাদের বার্তা একটাই- বাঘ বাঁচালে বাঁচবে পরিবেশ। তাই বাঘের জন্য দুই মানুষের ‘জার্নি ফর টাইগার’। এজন্য বিশ্বভ্রমণে চলেছেন কলকাতার সল্টলেকের দম্পতি রথীন্দ্রনাথ ও গীতাঞ্জলি দাস।
জানা গেছে, একটি অটোমোবাইল সংস্থা দিয়েছে উন্নত ওই মোটরসাইকেল। ১৫ ফেব্রুয়ারি কলকাতা থেকে শুরু হয়েছে পথচলা। প্রতিদিন বারো থেকে চোদ্দ ঘণ্টা বাইক চালাবেন রথীন্দ্রনাথ। (ম্যাপ) দক্ষিণ ভারত ঘুরে শিলিগুড়ি গিয়েছেন তিনি। সেখান থেকে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ ঘুরে অসম ছুঁয়ে মায়ানমার থেকে থাইল্যান্ড। এরপর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, চিন, রাশিয়া, নেপাল, ভুটান ও বাংলাদেশ হয়ে দেশে ফিরবেন এই দম্পতি।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া