মোদিকে ক্ষমতা ছাড়ার হুঁশিয়ারি দিলেন মমতা
ই-বার্তা ডেস্ক।। ভারতের লোকসভা নির্বাচনী প্রচারণা যেন রীতিমতো কথার যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। শেষ ২ ধাপের নির্বাচনের প্রচারে গিয়ে প্রতিদ্বন্দ্বীকে যে কোনো ভাষায় আক্রমণ করছেন প্রার্থীরা। সেই ধারাবাহিকতায় এবার নরেন্দ্র মোদিকে গদি ছাড়ার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দোপাধ্যায়।
বুধবার পশ্চিম মেদিনীপুরে এক জনসভায় মোদির উদ্দেশে মমতা বলেন, ‘১৯৪২ সালে মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন, ইংরেজ ভারত ছাড়ো। আজ বাংলা বলছে, মোদী তুমি গদি ছাড়ো। ক্ষমতা ছাড়ো।’
আনন্দবাজারের খবরে বলা হয়, মোদির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ভোটের লড়াইকে মহাত্মা গান্ধীর ‘ভারত ছাড়ো’ আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশভক্তি শেখাচ্ছে। স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিল নরেন্দ্র মোদির দল? গান্ধীকে যে মেরেছিল, আজ তার নামে ভারতে জিন্দাবাদ বলা হচ্ছে।’
মোদিকে ‘দাঙ্গাবাজ’ বলে মন্তব্য করে মমতার বলেন, ‘মোদির ব্লক স্তরের কাউন্সিলর হওয়ারও কথা নয়। টাকা দিয়ে, দাঙ্গা করে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। লোকে ভেবেছিলেন, প্রধানমন্ত্রী হয়ে হয়তো উনি খানিকটা বদলাবেন। কিন্তু তিনি বদলাননি। পাঁচ বছর ধরে সকলকে হুমকি দিয়েছেন।’
এর আগে পশ্চিমবঙ্গে জনসভায় এসে মোদি বলেছিলেন, আগে তৃণমূল নেত্রীকে তিনি ‘স্বচ্ছ ভাবমূর্তির’ বলে মনে করতেন। কিন্তু ক্ষ মমতা তার সেই ধারণা বদলে দিয়েছেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু