মোদির নাগরিকত্বের আবেদন বাতিল করল সিঙ্গাপুর!

ই-বার্তা।।  পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার কোটি রুপি জালিয়াতির জন্য অভিযুক্ত নীরব মোদির নাগরিকত্বের আবেদন বাতিল করে দিয়েছে সিঙ্গাপুর সরকার।

 

এদিকে গত মাস থেকেই মোদির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি হয়েছে। ফলে ইন্টারপোলের ১৯২ সদস্য দেশের মধ্যে যে কোনো জায়‌গা থেকে তাকে গ্রেফতার করে ভারতে ফেরত আনা যাবে। আলোচিত এ জালিয়াতির মামলায় আরেক অভিযুক্ত মোদির মামা মেহুল চোকসি পালিয়ে অ্যান্টিগুয়ায় অবস্থান করছেন।

 

দেশটির নাগরিকত্ব নিয়ে বহাল তবিয়তে আছেন তিনি। তবে এখনও ভারতে আছেন নীরব মোদির বোন ও ভাই। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে তাদের মুম্বাইয়ের আদালতে হাজির হওয়ার সমন জারি হয়েছে।উল্লেখ্য, ১৩ হাজার কোটি রুপি জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক জনপ্রিয় গহনা ব্যবসায়ী নীরব মোদি ও তার মামা মেহুল চোকসি।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট