ময়লার স্তূপ থেকে এক মেয়ে নবজাতক উদ্ধার
ই-বার্তা ডেস্ক ।। রাজধানীর মোহাম্মদপুরে ময়লার স্তূপ থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। পরে শিশুটিকে মোহাম্মদপুরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।শনিবার (১২ মে) ভোর ৫টার দিকে মোহাম্মদপুরের জনতা হাউজিং তিন রাস্তার মোড় থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নারী কর্মী (ঝাড়ুদার) ময়লা পরিষ্কার করতে গিয়ে নবজাতকটির দেখা পান। পরে খবর পেয়ে ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, সিটি করপোরেশনের এক নারী কর্মী ময়লা পরিষ্কার করতে গিয়ে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। বিষয়টি তিনি সিটি করপোরেশনের ঊর্ধ্বতন পরিদর্শককে জানালে তিনি মোহাম্মদপুর থানায় অবহিত করেন। এরপর থানা পুলিশ গিয়ে ওই শিশুটিকে উদ্ধার করে।
ওসি জানান, কে বা কারা শিশুটিকে রাস্তায় ফেলে গিয়েছে তা জানা যায়নি। শিশুটি এখনও জীবিত আছে। নবজাতকের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। তবে সে আগের থেকে অনেকটা সুস্থ আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ই-বার্তা /ডেস্ক