যাত্রীবাহী বাস সেতু থেকে নদীতে নিহত ৩২

ই-বার্তা ।।  শনিবার সকালে  বাসটি যাত্রী নিয়ে রাজ্যের লাল সোত থেকে ৬৫ কিলোমিটার দূরের সাওয়াই মাধোপুরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

 

ভারতের রাজস্থান রাজ্যে থেকে  যাত্রীবাহী বাস সেতু থেকে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে।

 

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ঘটনাস্থল সাওয়াই মাধোপুর জেলার পুলিশ।

 

বাসটি বেপরোয়া গতিতে ১৬ বছরের হেল্পার চালাচ্ছিল। এক পর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাবি এলাকার বানাস নদীতে পড়ে যায়।

একজন সিনিয়ার পুলিশ কর্মকর্তা জানান, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

দুঘর্টনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাঠানো হয়। তারা নিহত সব বাসযাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে।

এ ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযান চালাতে পুলিশ ঘটনাস্থলে গেছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এক টুইট বার্তায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হতাহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।

রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও টুইট বার্তায় জানিয়েছেন, রাজ্য সরকার নিবিড়ভাবে উদ্ভূত পরিস্থিতি এবং উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করছে।

সাওয়াই মাধোপুর জেলার পুলিশ সুপার মাম্মান সিং ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে বলেছেন, বাসটিতে থাকা যাত্রীরা ছিলেন উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও আসাম রাজ্যের বাসিন্দা ছিলেন।

তারা সাওয়াই মাধোপুরের মালারনা চাউরের একটি মন্দিরে প্রার্থনা করতে যাওয়ার উদ্দেশে বাসটিতে চড়েছিলেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।