যুক্তরাষ্ট্র’কে চিনের হুশিয়ারি
ই-বার্তা ডেস্ক।। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং শোয়াং বলেছেন, ভেনিজুয়েলার সরকার ধৈর্য্যের সঙ্গে সে দেশের চলমান সঙ্কট নিরসনের চেষ্টা করছে। এ অবস্থায় মার্কিন সামরিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও সংঘাতময় ও উত্তেজনাপূর্ণ করে তুলবে। এবারই ভেনিজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের পরিণতির বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করলো চীন।
এর আগেও শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যেকোনো সামরিক হস্তক্ষেপ থেকে বিরত থাকতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে। বেইজিং বলেছে, তারা ভেনিজুয়েলায় যেকোনো ধরণের সামরিক হস্তক্ষেপের বিরোধী।
উল্লেখ্য, ইরান, রাশিয়া ও চীনসহ বিশ্বের বহু দেশ ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন ব্যক্ত করেছে। মাদুরো আমেরিকাকে তার দেশের সংকটের মূল কারণ বলে ঘোষণা করেছেন।
ই-বার্তা/ মাহারুশ হাসান