যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না হিলারি

ই-বার্তা ডেস্ক।।  গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন বলেছেন, যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না তিনি। 

নিউইয়র্কের নিউজ ১২ টিভি চ্যানেলে হিলারি বলেছেন, ‘আমি পরবর্তী নির্বাচনে লড়ছি না।  তবে আমি যা বিশ্বাস করি নির্বাচন নিয়ে আমি কথা বলে যাব, কাজ করে যাব এবং সমর্থন দিয়ে যাব।’ 

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে হিলারি ডোনাল্ড প্রাম্পের কাছে হেরে যান।  গত বছর হিলারি জানিয়েছিলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হতে পারেন তিনি।  কিন্তু এবার গণমাধ্যমের সাক্ষাৎকারে হিলারি এই প্রথম নির্বাচনে না লড়ার বিষয়টি নিশ্চিত করলেন। 

সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তা মনে করি না।  তবে আমি নিউইয়র্কে থাকতে ভালোবাসি।  আট বছর একজন সিনেটর হিসেবে আমাকে এই নগরীতে বাস করার ও রাজ্যের বাসিন্দাদের সঙ্গে কাজ করার সুযোগ দেয়ার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

তিনি বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না।  বর্তমানে আমার দেশে যা হচ্ছে, তা আমাকে অনেক কষ্ট দিচ্ছে।’

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু