যুক্তরাষ্ট্রে অনলাইনে ব্লাক ফ্রাইডে ৭শ কোটি ডলার বিক্রির রেকর্ড
ই-বার্তা ডেস্ক।। গত বছরের চেয়ে যুক্তরাষ্ট্রে এবার অনলাইনে ব্লাক ফ্রাইডে উপলক্ষে বিক্রি বেড়েছে ১৯.৬ শতাংশ। এবং এ রেকর্ড দিনে দ্বিতীয় বৃহত্তম বিক্রি হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ হয়ে দাঁড়িয়েছে। আগামী সোমবার পর্যন্ত বিশেষ ছাড়ের এ বিক্রি ৯শ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আভাস দিচ্ছেন অনলাইন বিশ্লেষকরা। এধরনের অনলাইন বিক্রির সর্বাধিক হয়েছে স্মার্টফোনের মাধ্যমে। এ তথ্য দিয়েছে এ্যাডব এ্যানালাইটিকস
এধরনের রেকর্ড বিক্রি করেছে যুক্তরাষ্ট্রের ৮০ থেকে শ’খানেক বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা। স্মার্টফোনে বিক্রি হয় ৩৯ শতাংশ পণ্য। যা গত বছরের তুলনায় ২১ শতাংশ বেড়েছে। এ্যাডবের প্রধান বিশ্লেষক টেইলর স্ক্রেইনার বলেন, ক্রিসমাসের সামনে অনলাইনে এমনিতে বিপুল পরিমান কেনাকাটা হয় এবং ব্লাক ফ্রাইডে উপলক্ষে কোনো কোনো পণ্যে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে এ ধরনের রেকর্ড বিক্রি সম্ভব হয়েছে। বিক্রিতে এলওএল নামে পুতুল, ফ্রোজেন টু নামে ভিডিও গেম ছিল শীর্ষে। এছাড়া ফিফা এ টুয়েন্টি, ম্যাডেন টুয়েন্টি ও নিনটেন্ডো সুইচ ছিল সর্বোচ্চ বিক্রিত পণ্যের তালিকায়। ইলেকট্রিক পণ্যের মধ্যে এ্যাপল ল্যাপটপ, এয়ারপডস ও সামসাং টিভি ছিল শীর্ষে।