যুক্তরাষ্ট্র আমাদের কিছুই করতে পারবে না
ই-বার্তা ডেস্ক।। যুক্তরাষ্ট্র আমাদের কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছেন হুয়াওয়েরপ্রতিষ্ঠাতা রেন ঝেংফেই।
চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনার মুখে। তারা সন্দেহের চোখে দেখে টেলিকম কোম্পানিটিকে। যুক্তরাষ্ট্রের অভিযোগ গুপ্তচরবৃত্তির চেষ্টা চালিয়েছে হুয়াওয়ে। এ নিয়ে পশ্চিমা দেশগুলো হুয়াওয়ে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়েও ভাবছে। আর এর বিপরীতে হুয়াইয়ের প্রতিষ্ঠাতা এই কথা বলেন।
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেন চীনের বড় টেলিকম কোম্পানিটির প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই।
রেন ঝেংফেইয়ের মেয়ে মেং ওয়ানঝু, যিনি হুয়াইয়ের প্রধান আর্থিক কর্মকর্তা, সম্প্রতি তাকে কানাডা আটক করা হয়। এ ব্যাপারটিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক’ হিসেবে দেখছেন হুয়াওয়ে প্রতিষ্ঠাতা।
এদিকে, হুয়াওয়ে এবং মেংয়ের বিরুদ্ধে অর্থ পাচার, ব্যাংক জালিয়াতি এবং বাণিজ্যিক গোপনীয়তা চুরির অভিযোগে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্র। তবে এ ব্যাপারে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে হুয়াওয়ে।
ই-বার্তা/ মাহারুশ হাসান