যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের পুলিশ সক্ষমঃ আইজিপি
ই- বার্তা ডেস্ক ।। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন করার মতো শক্তি যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচনের জন্য সার্বিকভাবে সারাদেশে পুলিশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এসে পুলিশ লাইনসে অবস্থিত ‘চেতনা মুক্তিযুদ্ধ’ স্মৃতি স্মারকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তারা কঠোর ও পেশাগত দায়িত্ব পালন করবে। যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের পুলিশ যথেষ্ট সক্ষম।
আইজিপি বলেন, আইনশৃঙ্খলাকে সমুন্নত রাখার জন্যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্যে আমরা অতীতে ২০১৩-১৪ তে যখন একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে সারা বাংলাদেশে আগুন সন্ত্রাস করে সেই সময় প্রচুর পুলিশ সদস্যকে হারিয়েছি। কিন্তু তারপরও আমরা সেই ধরনের অপতৎপরতা রুখে দিয়েছি। বাংলাদেশকে নিয়ে কেউ এই ধরনের চিন্তা করবেন আমরা সেটা আশা করি না। যদি কেউ সেই ধরনের চিন্ত-ভাবনা করেন আমরা মনে করি তা রুখে দেয়ার সক্ষমতা আমাদের রয়েছে।
এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ আবু নইম পাটওয়ারী দুলালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম