রাজউকের সাবেক প্রধান প্রকৌশলীকে আত্মসমর্পণের নির্দেশ
ই-বার্তা ডেস্ক।। এফ আর টাওয়ার নির্মাণে দুর্নীতির অভিযোগে করা মামলায় রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী সাইদুর রহমানকে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পাশাপাশি ওই মামলায় আগাম জামিন চেয়ে তার আবেদনও খারিজ করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। আদালতে জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল ইসলাম। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।
এফ আর টাওয়ার নির্মাণে দুর্নীতির অভিযোগে গত ২৫ জুন সাইদুর রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করে দুদুক। মামলার অপর আসামিরা হলেন- ইজারা গ্রহীতা সৈয়দ হোসাইন ইমাম ফারুক, রুপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম ও রাজউকের সাবেক অথরাইজড অফিসার সৈয়দ মকবুল আহমেদ।