রাজধানীতে বিদ্যুৎস্পষ্টে একজনের মৃত্যু
ই- বার্তা ডেস্ক।। রাজধানীর সুত্রাপুরে বই বাঁধাই কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৩ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কর্মচারীর নাম ফাহিম মিয়া (১৬)। অচেতন অবস্থায় ফাহিম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে পৌনে ২ টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাহিম সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার চরসেলিমাবাদ গ্রামের আ. কুদ্দুসের ছেলে। সে সুত্রাপুর ভাট্টিখানা এলাকায় থাকতো।
ফাহিমকে হাসপাতালে নিয়ে আসা মো. হাবিব জানান, বাংলাবাজার হাবিব বুকস বান্ডিল এর মালিক মো. হাবিব মিয়া। তার কারখানাতেই কাজ করতো ফাহিম মিয়া। দুপুরে কাজ করার সময় মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম