রাজধানীর পল্টনে ডাস্টবিন থেকে গুলি ও গ্রেনেড উদ্ধার
ই-বার্তা ডেস্ক।। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন টোকাই রাজধানীর পল্টনের বক্সকালভার্ট রোড এলাকার একটি ডাস্টবিনে গুলি ও তাজা আর্জেস গ্রেনেড দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি নিস্ক্রিয় করেন। গুলিগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ৫৫ রাউন্ড গুলি ও তাজা গ্রেনেড উদ্ধারের ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে। কারা এসব গুলি ও গ্রেনেড এনেছিল, কেন এনেছিল এবং কিভাবে আসলো তা উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে।
পল্টন থানার ওসি মাহমুদুুল হক জানান, রোববাররাত সাড়ে ১১ টার দিকে কয়েকজন টোকাই ডাস্টবিনে গ্রেনেড আর গুলি দেখে টহল পুলিশকে খবর দেয় এবং টহল পুলিশ থানাকে বিষয়টি অবহিত করে। ডাস্টবিনে গ্রেনেড থাকার বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। ওই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি বলেন, কারা গ্রেনেড ও গুলি ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ সুযোগ পেয়ে এখানে এসব গুলি ও গ্রেনেড ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। তদন্ত করে জড়িতদের বের করা হবে বলে জানান তিনি।
কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি রহমতুল্লাহ সাংবাদিকদের বলেন, পল্টন থানা পুলিশের দেয়া খবর পেয়ে গত রোববার রাত সাড়ে ১২ টার দিকে পল্টনের বক্সকালভার্ট রোড এলাকার একটি ডাস্টবিন গিয়ে একটি গ্রেনেড নিস্ক্রিয় করা হয়। যা ছিল একটি আর্জেস গ্রেনেড। একটু পুরানো হলেও এটি তাজা ও শক্তিশালী ছিল। গ্রেনেডের পাশাপাশি ওই ডাস্টবিন থেকে বিপুল পরিমাণ গুলি পাওয়া যায়। সেগুলোর মধ্যে ২৮টি একে ফোর্টিসেভেন রাইফেলের গুলি, ৮টি নাইন এমএম পিস্তলের গুলি ও ১৯টি শর্টগানের গুলি।
উল্লেখ্য, উদ্ধারকৃত গুলি ও গ্রেনেডের গায়ে মেড ইন পাকিস্তান লেখা ছিল।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু