রাজশাহী কিংসের প্রধান কোচের দায়িত্ব পেলেন ড্যানিয়েল ভেট্টোরি
ই- বার্তা।। রাজশাহী কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগ( বিপিএল) এর জন্য ড্যানিয়েল ভেট্টোরিকে তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ২০১৮ এবং ২০১৯ এই দুই বছরের জন্য তার সাথে চুক্তি করেছে রাজশাহী কিংস।
বাংলাদেশে প্রথমবারের মত নিউজিল্যান্ডের কোন সাবেক ক্যাপ্টেন কোচ হিসেবে চুক্তি বদ্ধ হলেন।
রাজশাহী কিংস এর সিইও তাহমিদ হক বলেন, আমরা টি-টুয়েন্টিতে একজন অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ কাউকে খুজছিলাম, যা ড্যানিয়েল ভেট্টোরির মধ্যে আছে। তার কোচিং সেবায় আমাদের টিম এর পাশাপাশি লোকাল খেলোয়াড়রাও অনেক সুবিধা পাবে।
ড্যানিয়েল ভেট্টোরি এর আগে রয়েল চ্যালেঞ্জারস ব্যাংগালুরু , ব্রিজবেন হেট এবং মিডলসেক্সস এর হয়ে প্রধান কোচের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, সারওয়ার ইমরান ২০১৬ এবং ২০১৭ সিজনে রাজশাহীর হয়ে কোচের দায়িত্বে ছিলেন। বিপিএলে রাজশাহী ২০১৬ সালে রানার্স-আপ হয় এবং ২০১৭ সালে পয়েন্ট টেবিলে শেষের দিক থেকে দুই নাম্বারে থাকে।