রাজশাহী কিংসে ডুমিনি, ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলবেন মিলার
ই-বার্তা ডেস্ক।। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর মাতাতে আসছেন দক্ষিণ আফ্রিকার দুই খেলোয়াড় ডেভিড মিলার এবং জেপি ডুমিনি। হার্ডহিটার মিলার খেলবেন ঢাকা ডায়নামাইটসের হয়ে আর অলরাউন্ডার ডুমিনি খেলবেন রাজশাহী কিংসের দলে।
এর আগেও বিপিএলে খেলেছেন প্রোটিয়া তারকা। টুর্নামেন্টের দ্বিতীয় আসরে (২০১৩ সালে) চিটাগাং কিংসের হয়ে খেলেন তিনি। সেই আসরে মাত্র তিনটি ম্যাচে মাঠে নামেন কিলারখ্যাত মিলার। তবে ৩০ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ছিলেন চরম ব্যর্থ, সব মিলিয়ে করেন ৪১ রান। কিন্তু এবার নিজেকে প্রমাণ করার মিশন নিয়ে সাকিব আল হাসানদের দলে যোগ দিচ্ছেন তিনি।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে বেশ সফল মিলার। ২৯১ ম্যাচ খেলে ৩৪.৯৭ গড়ে করেছেন ৬ হাজার ৪০০ রান। নামের পাশে রয়েছে ৩ সেঞ্চুরি এবং ২৯ হাফসেঞ্চুরি।
এদিকে রাজশাহী কিংসের হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার জেপি ডুমিনি। শনিবার রাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
রাজশাহী কিংস তাদের পেজে লিখেছে, ডুমিনি একজন অসাধারণ বাঁহাতি ব্যাটসম্যান, কার্যকরী স্পিনার এবং তুখোড় ফিল্ডার। দক্ষিণ আফ্রিকাকে ১৪ বছরের বেশি সময় নিজের সবটুকু উজার করে দিয়েছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক অভিজ্ঞতা রয়েছে তার। ইতিমধ্যে ২০১৮ পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডকে নেতৃত্ব দিয়ে শিরোপা এনে দিয়েছেন তিনি।
প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন ৩৫ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার। বিশ্বকাপ দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো ডুমিনি ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন ২৫২টি।
ব্যাট হাতে ৪১টি হাফসেঞ্চুরিসহ ৩৭.৪৬ গড়ে করেছেন ৬ হাজার ১০৬ রান। বল হাতে ৭.৬৬ ইকোনমি রেটে নিয়েছেন ৭৪টি উইকেট।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু