রাজশাহী শিবিরে যোগ দিলেন এক ক্যারিবীয় দানব
ই-বার্তা ডেস্ক।। এবারের বিপিএলের বিস্ময় যেন শেষ’ই হচ্ছে না। তার উপর একের পর এক বিস্ময় উপহার দিয়ে চলেছে রাজশাহী কিংস।মিরাজের অধিনায়কত্বে তারুণ্যনির্ভর আনকোরা দল নিয়েও শক্তিশালী দলকে ধরাশায়ী করছে তারা। তবে টপঅর্ডারের সমস্যা সমাধানে এবার ক্যারিবীয় হার্ডহিটার জনসন চার্লসকে উড়িয়ে আনলেন কিংসরা।
রাজশাহীর সহকারি কোচ মিজানুর রহমান বাবুল বলেন, শুরু থেকেই টপঅর্ডারে আমাদের কম্বিনেশন হচ্ছে না। আশা করি, এবার ঠিক হয়ে যাবে। আমাদের দলে চার্লস যোগ দিয়েছেন। প্রকট সমস্যাটা হয়তো এখন আমরা কাটিয়ে উঠতে পারব।
গেল বিপিএলের প্লে অফে রংপুর রাইডার্সের হয়ে অবিশ্বাস্য সেঞ্চুরি করা চার্লস এসেই দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন।
ই-বার্তা/ মাহারুশ হাসান