রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের বৈঠক
ই- বার্তা ডেস্ক।। নতুন সড়ক পরিবহন আইন নিয়ে সৃষ্ট সংকট নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা।
শনিবার রাতে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে পরিবহন মালিক-শ্রমিক নেতারা বৈঠকে তাদের দাবি তুলে ধরবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, রাত সাড়ে ৮টায় এ বৈঠক শুরু হবে। বৈঠকে পরিবহন শ্রমিক নেতাদের দাবিগুলো নিয়ে আলোচনা হবে। বৈঠকে সংকট নিরসনে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, সরকার সম্প্রতি নতুন সড়ক পরিবহন আইন পাস করে। এর প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন ধর্মঘট শুরু হয়। আইনের নয়টি ধারা পরিবর্তনের দাবিতে ধমর্ঘটের ডাক দেন পরিবহন শ্রমিকরা।