রাশিয়ায় তিন শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার
ই-বার্তা ডেস্ক।। রাশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ থেকে শতাধিক আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রাশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ দিনি দিন বাড়ছে। আগামী নির্বাচন সুষ্ঠু করার দাবিতে বেশ কিছুদিন ধরে রাজধানী মস্কোসহ বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। গতকালও মস্কোতে ব্যাপক বিক্ষোভ হয়। এই সময় ৩১১ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছেন বিরোধীরা।
গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন সাংবাদিকও রয়েছেন। তবে পুলিশ জানায়, অনুমোদনহীন বিক্ষোভে সাড়ে ৩শ’ বিক্ষোভকারী অংশ নেন। এদের মধ্য থেকে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এক নারী আইনজীবী এবং ব্লগার গত ২১ দিন ধরে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে অনশন পালন করছেন। তিনি সবাইকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আগামী সেপ্টেম্বরের নির্বাচনে অনেক বিরোধী নেতাকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা তুলে দিতেই বিক্ষোভ চলছে দেশটিতে। এছাড়া বর্তমান প্রশাসনের নান দুর্নীতি ও অনিয়মের কারনেও এই আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু