রিজার্ভ চুরির মামলা নিয়ে সংসদে সংশয় প্রকাশ
ই-বার্তা ডেস্ক।। জাতীয় পার্টির সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সংসদে সংশয় প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির যে মামলা নিয়ইয়র্কের আদালতে করা হয়েছে তা কত দিন টিকবে সে ব্যাপারে সংশয় থেকে যাচ্ছে।
মুজিবুল হক চুন্নু বলেন, তিন বছর আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ডলার চুরি হয়ে যায়। পরবর্তীতের অনেক চেষ্টার পরে কিছু টাকা ফেরত পাওয়া গেছে। তিন বছর পরে নিউইয়র্কে মামলা করা হয়েছে যেখানে মামলার মূলে রয়েছে বাংলাদেশ ব্যাংক, নিউইয়র্ক ও ফিলিপাইন। ফিলিপাইনের রিজাল ব্যাংক বলেছে, এই মামলাটি একটি পলিটিক্যাল স্ট্যান্ড।
চুন্নু বলেন, জানি না, এই মামলা টিকবে কিনা। আমাদের চুরি হওয়া এই টাকা তিন বছরেও উদ্ধার হয়নি। এটি নিয়ে একটি তদন্ত কমিটিও করা হয়েছিল। তারপরও টাকা উদ্ধার হয়নি। আমরা জানি না বাংলাদেশ ব্যাংকের কারা এর সাথে জড়িত।
তিনি বলেন, আমি এই চুরির ব্যাপারে ৩০০ বিধিতে সংসদে একটি বিবৃতি দিয়ে পুরো বিষয়টি তুলে ধরার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানাব। আর আমরা এটাও জানতে চাই, এর সাথে বাংলাদেশ ব্যাংকের কারা জড়িত অথবা কেউ জড়িত ছিল কিনা?
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু