রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন হ্যাজার্ড!
ই-বার্তা ডেস্ক।। ক্রিশ্চিয়ানো রোনালদো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর থেকে ইডেন হ্যাজার্ডের মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। এখন সেটা প্রায় চুড়ান্ত পর্যায়ে এসে দাড়িয়েছে।
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জন্য চেলসির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি বেলজিয়ামের এই ফুটবল তারকা। তারই জের ধরে চেলসির কোচ মাউরিজিও সারি জানিয়েছেন, ইডেন হ্যাজার্ড মুক্ত। সে চাইলে চেলসি ছাড়তে পারে। তবে হ্যাজার্ডের স্টামফোর্ড ব্রিজে থাকার ব্যাপারে আশাবাদী তিনি।
এ বিষয়ে সারি বলেন, ‘ইডেনের বয়স ২৮। সে যদি যেতে চায়, আমি মনে করি তার চলে যাওয়া উচিত। সে মুক্ত। অবশ্যই আমি এটার বিপরীতটা প্রত্যাশা করব। আশা করি সে স্টামফোর্ড ব্রিজেই থাকবে। এখনই ইউরোপের সেরা খেলোয়াড় হওয়ার সব রকম সম্ভাবনা তার মধ্যে রয়েছে।’
প্রসঙ্গত, বেলজিয়ান এই তারকাকে ধরে রাখতে চেলসি নতুন চুক্তি প্রস্তাব করেছে। কারণ, চেলসির সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ আগামী মৌসুমে শেষ হবে। সে যদি তার চুক্তি নবায়ন না করে তাহলে ২০২০ সালে ইডেন হ্যাজার্ডকে ফ্রি-তে ছেড়ে দিতে হবে।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু