রেলের শিডিউল রক্ষায় ইঞ্জিন সংকট বড় বাধা: রেলমন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন মন্তব্য করেছেন যে, পর্যাপ্ত কোচ থাকলেও রেলের শিডিউল রক্ষায় ইঞ্জিন সংকট সবচেয়ে বড় বাধা।
তিনি বলেন, চলমান ট্রেনগুলো মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের সাহায্যে চালাতে গিয়ে ট্রেনের শিডিউল ঠিক রাখা যাচ্ছে না।
এসময় ইঞ্জিন সংকট থাকলেও চলতি বছরে ২২০টি অত্যাধুনিক যাত্রীবাহী কোচ দেশে পৌঁছাবে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, এসব কোচ দিয়ে চলতি বছরে ৫টি ও ২০২০ সালের জুনের মধ্যে ৭টি নতুন ট্রেন চালু করা হবে। এছাড়া ইঞ্জিন সংকট কাটাতে ভারত থেকে ২০টি ইঞ্জিন ভাড়ায় আনার বিষয়টি বিবেচনা করছে রেলওয়ে।
রেলমন্ত্রী বলেন, একসময় রেলওয়ের অনেক সুনাম ছিল। সেই সুনাম আবারও ফিরিয়ে আনতে পুরো রেলবিভাগ নতুনভাবে সাজানো হচ্ছে।
তিনি বলেন, রেলের উন্নয়নের জন্য যা যা করা দরকার সবই আমাদের সরকার করবে। যাত্রীদের সুবিধার্থে অনলাইনে টিকিট কাটার জন্য বিশেষ অ্যাপ চালু করাও রেলওয়ের ডিজিটাল সেবার অংশ।
কোরবানির ঈদের প্রস্তুুতি নিয়ে রেলমন্ত্রী বলেন, ‘রোজার ঈদে যেভাবে আমরা যাত্রীদের সুবিধার্থে ব্যবস্থা গ্রহণ করেছি, একই ব্যবস্থা কোরবানির ঈদেও নিচ্ছি।’