রোনালদোক ছাপিয়ে একক রেকর্ড মেসির
ই-বার্তা ডেস্ক।। সপ্তাহখানেক আগে ষষ্ঠ ব্যালন ডি অর জিতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। গত শনিবার রাতে মায়োর্কার বিপক্ষে ক্যারিয়ারের ৩৫ নম্বর হ্যাটট্রিকটি করে রোনালদোকে ছাড়িয়ে লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডটি নিজের করে নেন মেসি।
নিজ মাঠ ন্যু ক্যাম্পে গত শনিবার ম্যাচের আগে ষষ্ঠ ব্যালন ডি অরটি দর্শকদের সামনে তুলে ধরেন মেসি। সে উপলক্ষ্যটাকে গোল-উত্সব দিয়েই যেন রাঙিয়ে রাখল বার্সা। শুরুটা করেছিলেন আন্তনিও গ্রিজমান। গোলকিক থেকে গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের বল থেকে গোল করেন ফরাসি ফরোয়ার্ড। এরপরই শুরু মেসি জাদুর। তার দূরপাল্লার শটে দুটি গোলের পর লুই সুয়ারেজের ব্যাকহিলে করা দুর্দান্ত লক্ষ্যভেদে প্রথমার্ধেই চার গোল পেয়ে যায় স্বাগতিকরা। মাঝে সফরকারি ফরোয়ার্ড আন্তে বুদিমিরের গোলে ব্যবধান কমালেও ৪-১ ব্যবধানে এগিয়েই প্রথমার্ধ শেষ করে বার্সা।
৬৪ মিনিটে সেই বুদিমির দ্বিতীয় গোল করলে সংশয়ই সৃষ্টি হয়েছিল বার্সেলোনার জয়কে ঘিরে। তবে ৮৪ মিনিটে মেসির হ্যাটট্রিক নিশ্চিত হলে সব অনিশ্চয়তা উবে যায়।
এই জয়ের ফলে একদিনের ব্যবধানে আবারও রিয়াল মাদ্রিদ থেকে শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছে বার্সেলোনা। শীর্ষস্থানের পাশাপাশি লিগের সর্বোচ্চ গোলদাতার আসনটাও ফিরে এসেছে কাতালানদের ডেরায়। ১৫ ম্যাচে ১২ গোল করে করিম বেনজেমাকে হটিয়ে এখন স্প্যানিশ লিগে চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতাও বনে গেছেন মেসি।
বেনজেমার সাবেক সতীর্থ রোনালদোকেও এদিন ছাড়িয়ে গেছেন মেসি। ৩৪টি হ্যাটট্রিক নিয়ে এতদিন যুগ্মভাবে রোনালদোর সঙ্গে লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিক ছিল তার। মায়োর্কার বিপক্ষে করা হ্যাটট্রিকটি তাকে এককভাবে বসিয়ে দিয়েছে চূড়ায়। এদিন আরো একটি কীর্তি গড়েছেন তিনি। এ নিয়ে চৌদ্দ মৌসুমে ১০টির বেশি লিগ গোল পেলেন মেসি। ইউরোপীয় ফুটবল ইতিহাসে এমন কীর্তি নেই আর কারো।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু